চুনারুঘাট-মাধবপুর এই উপজেলাকে সিলেট বিভাগের আমের রাজধানী বানাতে চান হবিগঞ্জ-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি সুদূর আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক ভিডিও বার্তায় বলেন আমার নির্বাচনী এলাকায় এ বছর ১ লক্ষ আমের চারা বিতরণ করতে চাই।
ব্যারিস্টার সুমন বলেন-আমার এলাকায় গত বছর আমি ৩৭ হাজার আমের চারা লাগিয়েছি। বলছিলাম যে আমার এলাকা চিনবেন কিভাবে। আমার নির্বাচনী ইস্তেহারে ছিল আমার এলাকা চিনবেন আপনি আকাশে দেখবেন পাখি ঘুরে বেড়ায়। যে জায়গায় নিচে ভালো ফলের গাছ লাগানো থাকে সে জায়গায় আকাশে পাখি ঘুরে বেড়ায়।
আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার যেহেতু আমি এমপিও আছি, সুতরাং জানি সরকারিভাবে গাছ লাগানোর বাজেট দেওয়া হয় না। তারপরই প্রয়োজনে আমি আমার নিজের বাজেট থেকে সিদ্ধান্ত নিছি আমার দুই উপজেলা (চুনারুঘাট-মাধবপুর) যাতে এতো গাছ লাগাইতে পাড়ি ১ লক্ষ ফলের গাছ এগুলো লাগানোর সিদ্ধান্ত নিছি।
আমি আপনাদেরকে বলব যে, মাধবপুর-চুনারুঘাটের মানুষ যারা আছেন তারা প্রস্তুতি নেন মাটি ঠিক করেন। কোন জায়্গায় লাগাবেন। একজন একজন করে দিব তা না। কেউ কেউ যদি বাগান করতে চান, তাহলে ১শ’ আম গাছ দরকার, খুবই ভালো মানের। আমরা আপনাকে বাগান করতে সহযোগিতা করব। আমাদের সাথে যোগাযোগ করবেন।
কারণ আমি দেখতে চাই আমার এলাকাটা অনেক গাছে গাছে এবং ফলের দ্বারা, আমি বলছিলাম যে সিলেটে মধ্যে আমের রাজধানী বানাইতে চাই চুনারুঘাট-মাধবপুর এই দুই উপজেলাকে।