নুর উদ্দিন সুমন : বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন ও বাহুবল থানাধীন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এর আগে সকালে হবিগঞ্জে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ‘গার্ড অব অনার’ প্রদান করে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল। সোমবার ( ১৪ ফেব্রয়ারী) সকালে বাহুবলের পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরে দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন থানা ভবনের উদ্বোধন সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল। বাহুবল সার্কেল মো: আবুল খায়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাকিবুল ইসলাম খান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় দেব, হবিগঞ্জের পিডব্লিউওি সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। এ সময় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ নবনির্মিত থানা ভবনের কাজের অগ্রগতি সংক্রান্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সাধারণ মানুষকে ভালবেসে সম্মান অক্ষুন্ন রেখে পুলিশি কার্যক্রম চালিয়ে যাবেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে কেউই পার পাবেননা ।
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ থানা ও পুটিজুরী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন ডিআইজি মফিজ উদ্দিন
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- ১৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ