হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ (১৬ ডিসেম্বর) শনিবার ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সকাল সাড়ে ৭টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা এস.এম ফয়সলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
এ সময় বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এড.মাহবুব আলী এমপি, ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, সহকারি কমিশনার ভ’মি রাহাত বিন কুতুব,হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট)সার্কেল নির্মলেন্দু চত্রবত্তী, অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন রাকিব, ওসি তদন্ত আতিকুল ইসলাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮ায় আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাথীদের শরীর চর্চা প্রদর্শন, তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। এবং ১৫ ডিসেম্বর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ করা হয়।