বাংলাদেশ সরকারে বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলীকে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ মঙ্গলবার ( ১২সেপ্টেম্বর ) রাতে সড়ক ও জনপথ ডাকবাংলোতে প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্লাবের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি দৈনিক জননীর স্টাফ রিপোর্টার সুজন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান রাজুসহ সকল সদস্যবৃন্দ।
এসময় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেন, সাংবদিকরা সমাজের দর্পন। সৎ ও সাহসী সাংবাদিকেরা দেশের সম্পদ।
তিনি আরো বলেন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যানে আত্মনিবেদিত হয়ে কাজ করাার আহবান জানান।