চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ (নতুন ব্রীজ) সড়কের চাঁনভাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থানা দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে পৌঁছলে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। নারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন -উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের রুমেল মিয়া (৪২), জসিম মিয়া (২৭) ও পাচারগাঁও গ্রামের ছুরুক আলীর মেয়ে নাজমা আক্তার (২৯)।
এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়। অপর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পিকআপ চালক পালিয়ে গেছে।
এবিষয়ে ওসি রাশেদুল হক জানান, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।