হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম কারিশাবস্তিতে দেশের নামিদামী ব্র্যান্ডের মোড়কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করে বাজারজাত করছে একশ্রেণীর প্রতারক।
এমন অভিযোগে রবিবার দুপুর ১ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী কারিশাবস্তি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অনুমোদনহীনভাবে এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে কারিশাবস্তি গ্রামের মোঃ হাবিব উল্লাহর ছেলে মোঃ ফয়সাল ইসলাম (৩৫), কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিদ্ধার্থ ভৌমিক।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।