চুনারুঘাট পৌর শহরে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রাত্রীকালীন সময়ে বাজারে সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য আটজন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। গতকাল বুধবার চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা তাদের এ নিয়োগ প্রদান করেন।
পরে রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নিরাপত্তা কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সালাম তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব সাজিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মীর মোঃ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য মোঃ সুমন মিয়া, মোঃ শফিকুল ইসলাম সহ অনেকেই।
সৌজন্যে সাক্ষাতকালে ওসি এম আলী আশরাফ নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। বাজারে সার্বিক শান্তি বজায় রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে নির্দেশ প্রদান। তিনি আরো বলেন, যেকোন বিপদের সময় পুলিশের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে তা সমাধান করতে। শত্রুর মোকাবেলা করতে মনোবল শক্ত রাখতে হবে। কোনভাবেই বিপদের সময় পিছনে ফিরে আসলে হবেনা। অপরাধী সাথে কৌশল অবলম্বন করে মানুষ আমানত সম্পদ রক্ষা করতে হবে। আপনারা মনে রাখবেন পুলিশ আপনাদের সাথে সব সময় পাশে রয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল বলেন-আমরা বাজারে চুরি রোধকল্পে ব্যবসায়ীদের কল্যাণে পৌর শহরে নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছি। দীর্ঘদিন পর আমাদের পরিকল্পনা আজ বাস্তবায়ন হয়েছে। আমরা সব সময়ই চাই ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সামনে আমাদের এটা পরিকল্পনা রয়ছে।