“মাদক কে না বলুন” এই স্লোগান নিয়ে আহম্মদাবাদ সচেতন যুব সংঘ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে। আজ (৭ জানুয়ারি) শনিবার দিনব্যাপী সাতছড়ি জাতীয় উদ্যানে এক অনারম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংঘটনের নির্বাহী সদস্য রিপন আমীন এর পরিচালনায় ও স্কুল শিক্ষক রানা প্রসাদ ঘোষের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য বেলাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের কনসালট্যান্ড ডাঃ পার্থ সারথি রায় চৌধুরী, প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এম ফারুক মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ,কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমেদ,গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ, আকমল,সিলেট জজ কোর্টের এড.সজিব রায় মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট ইমরান আহমদ লস্কর, মৌলভীবাজার জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর মোখলেছুর রহমান লস্কর,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,আহম্মদাবাদ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আফজল মেম্বার, আব্দুল জাহির মিয়া,আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়া,ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শফিকুর রহমান শাফু,প্রাইম ব্যাংক কর্মকর্তা গাজিউর রাসেল,প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অফিসার মোহাম্মদ আলী,জুয়েল আহমেদ,সহ আহম্মদাবাদ ইউনিয়নের একদল উদীয়মান তরুণ যুবক।
পরে সকলে মিলে দুপুরের লাঞ্চ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।