চুনারুঘাটের ১০নং মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের সাবেক আইন বিষয়ক সম্পাদক মরহুম সোহাগ তালুকদারে অকাল মৃত্যুে সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) শুক্রবার পাকুড়িয়া মসজিদে জুম্মার নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে সংগঠনের নেতৃবৃন্দরা সোহাগের কবর জিয়ারত করেন। পরে সোহাগের পরিবারে হাতে সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-১০নং মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম শিপন, ব্যবসায়ী ফয়সল বাহার, যুবলীগ নেতা মামুন তালুকদার, আজাদ তালুকদার, মাষ্টার আজিজুল হক সমুন, ব্যবসায়ী কাউছার তালুকদার, জুয়েল তালুকদার সহ অনেকেই।