বাহুবলে মাদক মামলায় সৈয়দ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানে পুত্র। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বাহুবল মডেল থানার এসআই জসিম উদ্দিন ও এসআই সমীরণ চন্দ্র দাস এর নেতৃত্বে একদল পুলিশ বাহুবল বাজার থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ঢাকা কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে সৈয়দ ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং (০২/৮/১৬)। ওই মামলায় সৈয়দ ইসলামের বিরুদ্ধে জননিরাপত্তা বিশেষ ট্রাইবুনাল দায়রা নং( ২২২/১৬) গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। যার প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান পুত্র সৈয়দ ইসলাম(৩৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসলাম বাহুবল সদর ইউনিয়নের লোহাখলা গ্রামের বাসিন্দা ও বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর পুত্র।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খান জানান, ঢাকার একটি মাদক মামলায় সে পলাতক ছিল। সেই ওয়ারেন্টের মূলে তাকে আজ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, এটা আমার দুই পুত্রের মধ্যে ঝগড়া করে ১৬ বছর আগে মামলাটি করেছিল আমারই বড় পুত্র, কিন্ত ১৬ বছর মামলার কোনো নড়াছড়া ছিলনা। আজ ১৬ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এটা কোনো ব্যাপার না, তাকে কালই জামিনে নিয়ে আসবো।