চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের নয়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন এ কমিটির অনুমোদন দিয়েছেন। মশরুফ আলী কাওছারকে সভাপতি, সেলিম আহমেদ সাধারণ সম্পাদক এবং রুবেল মিয়া, ফরিদ মিয়া ও শেখ সাইদুল হককে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন সুমন ও আব্দুর রশিদকে সহ সভাপতি, কামরুল ইসলাম ও হেলাল উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং পারভেজ মিয়াকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ১০ অক্টোবর সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দালুর রহমান, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান লিটন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিনাজুর রহমান নুনু এবং পরিচালনায় ছিলেন যুগ্ম আহবায়ক শ্রীকান্ত আহির। এতে আওয়ামী লীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।