চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্মেলন সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৩ মে) শানখলা ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিক মিয়া তরফদারের সভাপতিত্বে ও বাকি বিল্লাহর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক বিজ্ঞ পিপি এডভোকেট এম আকবর হোসেইন জিতু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ্ মোঃ কুতুব উদ্দিন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী শামসুন্নাহার, সৈয়দ মুদাব্বির আলী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেন প্রার্থীরা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, জীবন বৃত্তান্ত যাচাই করে কমিটি প্রকাশ করা হবে।