চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১ মে) বিকাল ৩ঘটিকায় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে হিতৈষী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান রাশেদের সঞ্চালনায় ও সভাপতি রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন হিতৈষী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফইজুল ইসলাম তালুকদার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, ওয়ার্ড মেম্বার মাসুক ভুঁইয়া, শামিম আহমেদ, সাবেক মেম্বার লিটন জমাদার, হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের সভাপতি গাজীউর রাসেল, সংগঠনের সহসভাপতি সমীরণ শীল, যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ রানা জীবন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা গত ৭ বছর ধরে হিতৈষী ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও অসহায়-সুবিধা বঞ্চিতদের সহযোগিতার কথা উল্লেখ করে সংগঠনের ভুয়সী প্রশংসা করেন।