হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনবিভাগ। গত
বুধবার (২০ এপ্রিল) রাত ১০ টায় মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের শিমুল মিয়ার বাড়িতে বানরটিকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) তোফায়েল আহমেদ চৌধুরী ঘটনাস্থলে আসলে বানরটিকে তার কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বানরটিকে দরকারি পরিচর্যা শেষে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) অনুমোদন নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে বানরটি গতকাল সন্ধ্যার পর কোনো এক সময় পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশ ভুখন্ডে প্রবেশ করেছে।