শায়েস্তাগঞ্জ উপজেলার থানার সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের রিকশা চালক জলফু মিয়া (৪৫), শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেছু মিয়ার পুত্র মুকুল মিয়া (২৮)। আহত ব্যক্তি উপজেলার চানপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র রাহিম মিয়া (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা চালক জলফু মিয়া দুই জন যাত্রী নিয়ে সুতাং যাচ্ছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে উঠার সময় সিলেটগামী পিকআপ ভ্যানের ধাক্কায় হতাহতের ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।