চুনারুঘাটে খরিপ-১ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ ৫০ ভাগ ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে এককালীন অনুদান বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল পহেলা বৈশাখ দুপুর ১ টায় উপজেলা মাঠ প্রাঙ্গন ও উপজেলা পরিষদ হলরুমে পৃথকভাবে এসব বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি।
এসময় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন সুফলভোগীদের মাঝে ১২০ টি ভেড়া বিতরণ করা হয়।
এছাড়াও সমন্বিত ব্যবস্থয়াপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০ ভাগ উন্নয়ন সহায়তা(ভর্তুকী মূল্যে)২৫ জনের মধ্যে ৩ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ ও ১৯০ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,বিমান প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোতাব্বির হোসেন বেলাল,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের,পৌর মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিলটন চন্দ্র পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু,থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আলী আশরাফ,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন,রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাশ,উপজেলা মাধ্যমিক অফিসার সামছুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা,সমাজ সেবা অফিসার বারিন্দ্র চন্দ্র রায়,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহিদুল ইসলাম,থানা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার,আব্দালুর রহমান আব্দাল,ওয়াহেদ আলী মাস্টার,জাকির হোসেন পলাশ,মোহাম্মদ আলী,রুমন ফরাজী,চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুন,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,আলোচনা সভা শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।