দোয়ারাবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ (২৩মার্চ) রবিবার বিকেলে উপজেলার টেংরাটিলায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশ এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। কিন্তু এ সমস্যা সমাধানে সরকারের কোনো মাথাব্যথা নেই। আসন্ন রমজান মাস শুরু পূর্বেই চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুতের দাম কমাতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাপা’র কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা জাপা’র সাবেক সাধারণ সম্পাদক আ, ন,ম ওহিদ কনামিয়া, কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, কৃষক নেতা আবদুল আওয়াল, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আবদুল্লাহ, লক্ষ্মীপুর ইউনিয়ন জাপা’র সভাপতি জালাল আহমদ তালুকদার, সুরমা ইউনিয়ন জাপা’র সভাপতি ইকবাল হোসেন বুলু, কৃষক নেতা ও ইউপি সদস্য মাসুদমিয়া, সদর ইউনিয়ন জাপা’র সভাপতি মুজিবুর রহমান, বোগলাবাজার ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক হুমায়ুন খান, মহিলা পার্টির নেত্রী সুমি বেগম, উপজেলা জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, আবদুছ সালাম ফরাজি, মোতালেব মিয়া, সিরাজমিয়া, আমজাদ হোসেন, আবদুল কাদির প্রমুখ।