বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৭ মার্চ) সকাল থেকে রাত ১০টায় পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র্যালি, শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করা হয়। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতি সন্ধ্যার মাধ্যমে প্রথম দিনে কার্যক্রম সমাপ্ত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আবিদা খাতুন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালার, কৃষি অফিসার মাহিদুল ইসলাম, চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডাক্তার মোজাম্মেল হক, চুনারঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফ, ওসি (তদন্ত) চম্পক দাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।