নবীগঞ্জে যৌতুকের মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। সোমবার (১৪ মার্চ) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়- ২০১৮ সালে নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের আহাম্মদ চৌধুরীর ছেলে আমিনুর রহমান চৌধুরী ইমনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা হয়।
সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত পলাতক ইমনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন ইমন। ২০২১ সালে আপিলের রায়ের পূর্বের সাজা বহাল রাখেন উচ্চ আদালত। এরপর থেকে আত্মগোপনে চলে যান ইমন।
গত রবিবার (১৩ মার্চ) সকালে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের হুমায়ুন রশীদ চত্ত্বর সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকা থেকে পলাতক আসামী আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত ইমনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।