ক্রিড়া প্রতিবেদক:
অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। আইওসি কার্যনির্বাহী বোর্ড সোমবার এক বিবৃতিতে বলেছেন, যেসব ক্ষেত্রে ঐ দুই দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না, সেখানে তারা যেন অন্তত রাশিয়া বা বেলারুশের নামে অংশ না নিতে পারেন তা নিশ্চিত করতে হবে। খেলাধুলোর বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘কোনো জাতীয় প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত প্রদর্শন করা যাবে না।’ সূত্র : বিবিসি