হবিগঞ্জের মাধবপুরে চোর সন্দেহে একজনকে আটক করেছে থানার পুলিশ। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বহরা ইউনিয়নের মনতলা রেলস্টেশন থেকে চোর সন্দেহে সুমন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার উত্তর আফজলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও দুর্ধর্ষ ডাকাত ফয়সল এবং মামুন ডাকাতের ভাই বলে জানা গেছে।
এই ব্যাপারে মনতলা তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ুন কবির জানান, কিছুদিন পূর্বে আউলিয়াবাদ স্কুলের আসবাবপত্র চুরির ঘটনা ঘটে, এ ঘটনায় তাকে সন্দেহমূলক আটক করা হয়েছে এবং এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য যে ২০২২ সালের ১ লা ডিসেম্বরে মনতলা বাজারের ব্যবসায়ী কবির মিয়ার “হাজী স্টোর” নামক দোকানে চুরির ঘটনায় তাকে আটক করেছিল মাধবপুর থানা পুলিশ।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ রকিবুল ইসলাম খাঁন,মনতলা থেকে চোর সন্দেহে সুমন মিয়া নামে একজনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।