শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তফা কামালের ওপর কালনী ট্রেনের অপারেটর মোক্তার আহমদের হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আঃ স ম আফজল আলী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায়,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর প্রচার সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তফা কামাল এর উপর কালনি ট্রেনের পাওয়ার কারের অপারেটর মোক্তার আহমদ ও এর নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, সমুজ আলী আহমদ, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রকি ব, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি,আমাদের সময় প্রতিনিধি হারুন সাঁই, দৈনিক যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সুমন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, ভোরের কাগজ প্রতিনিধি সমীরণ চক্রবর্তী শঙ্কু, সৈয়দ শাহান শাহ পীর, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হক রেনু, এম শামীম চৌধুরী, এস এইচ টিটু, সাইফুর রহমান ফয়সল প্রমূখ।
উপস্থিত সাংবাদিকবৃন্দ শাহ মুস্তাফা কামাল এর উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন, এবং জরিত সকল অপরাধী কে আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিক কামালের স্বাস্থ্যের অবনতির জন্য তাকে সিলেট প্রেরণ করায় তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।