“সত্তার গভীরে”
—ইয়াছমীন বিনতে আঃ আউয়াল
দাহ দাহ দাহ
চারিদিকে শুধু দাহ আর দাহ,
একবার দাহ শুরু হলে
সবকিছু একবারে ছাঁই হয়ে যায়!
জেগে উঠি চোখ খুলি
দেখি কোথাও নেই কেউ;
শহর শুদ্ধো ফাঁকা
হারিকেনের আলোয় লোকালয় দেখতে বের হই
কিছুটা আভা আভা আলোয়
চক্ষু দু’খান শীতল হয়ে গেলো।
গন্ধ গন্ধ গন্ধ
নাকে এ কিসের গন্ধ এসে ঠেকলো?
এতো সেই গন্ধ
যার দাহ হয়েছে সদ্য!
জেগে উঠি
আবার সাজাই তাকে
জেন্ত লাশ হয়ে ফিরি!
জেগে উঠি
স্বপ্ন দেখি, লড়ে যাই মিথ্যের প্রাচীরে পীঠ ঠেকে যায়
তবুও চাওয়ার অন্ত নেই!
ফিরেও তাকাই না
ভ্রুক্ষেপও রাখিনা
অথচ কি নিদারুণ চাহনি
এক মুঠো আহার পেলে
সেও বেঁচে যেতো
ক্ষুধার্ত হয়েও সেও
জানান দিয়ে যায়
বেলাশেষে সত্তার গভীরে।।