মাধবপুরে কাপড়ের গাইডের মতো করে অভিনব কায়দায় ২০কেজি গাঁজা পরিবহন কালে মোঃ জঙ্গু মিয়া(৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ মে) ভোর সকালে
গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাস স্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশ্বে রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কে ২০কেজি গাঁজাসহ আটক করে।
আটক জঙ্গু মিয়া(৪৫)বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। জঙ্গু মিয়া বর্তমানে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সুরমা গ্রামে শুশুর বাড়ীতে বসবাস করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্য মুহাম্মদ আব্দুর রাজ্জাক গাঁজাসহ ১-জন আটকের ঘটনা নিশ্চিত করে জানান, এ-ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে আসামীকে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এরকম বিশেষ অভিযান চলমান থাকবে।