নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদের সার্বিক তত্ত্বাবধানে রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নব-নির্বাচিত সভাপতি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদের সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য অলিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার,নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম ও জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারঁন সম্পাদক মোঃ আজিজুর রহমান শায়েল, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু।
উপস্থিত ছিলেন, দৈনিক সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহীদ আলী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম ও তৌহিদ চৌধুরী,সিনিয়র সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম,নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আবু তালিব ও এটিএম জাকিরুল ইসলাম,নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি ফোয়াদ হাসান রাজন,সাধারণ সম্পাদক অঞ্চন রায়,নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সৈকত আহমেদ,সাংবাদিক শাহরিয়ার আহমদ শাওন, স্বপন রবি দাস,রকি পারভেজ, আতাউর রহমান শামীম।
এতে মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক হাফেজ সাইফুর রহমান। অনুষ্টিত সভায় মুরাদ আহমদকে নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শাহ্ সুলতান আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর মেয়র তাদের বক্তব্যে নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে পেশাগত দ্বায়িত্ব পালনসহ সার্বিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংবাদ কর্মীদের অগ্রণী ভূমিকা পালনে অনুভূতি ব্যক্ত করেন।