চুনারুঘাট থানা পুলিশের অভিযান ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে পু্লিশ। গতকাল (২৪ মার্চ) শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে আসামিদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হক এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দুধপাতিল এলাকার মো. শাহিদ মিয়া (২৮), রায়হান (২০), সিদ্দিক মিয়া (৪৫), রাজু মিয়া (২৫), কাউছার মিয়া (২৭), আছকির মিয়া (৪০), জিতু মিয়া (৬৫), আ. আহাদ (৫০), শিশু মিয়া (২৭), হেলিম (৩৮), আ. ছালাম(৪২) ও আ. মোতালিব(৪৫)। পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বনগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ।
এসময় জনৈক জিতু মিয়ার বাড়ির একটি কক্ষে জুয়ার আসর থেকে ১২জনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হক বলেন-জুয়া খেলা টা হচ্ছে এক ধরনের নেশা মত। যা একটি পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়। এই সামাজিক ব্যাধি থেকে অভিভাবকদের সচেতন থাকা দরকার।
তিনি আরও বলেন, জুয়া সহ মাদকের বিরুদ্ধে পুলিশে অভিযান অব্যাত থাকবে। সমাজের যেকোন ধরনের অপরাধমূলক তথ্য পুলিশকে দিয়ে সহায়তা করুন। আমরা জনগণের কল্যাণে সব সময় নিয়োজিত আছি।