চুনারুঘাট পৌর শহরের এম.কে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার তামিম হোসেনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।আজ শুক্রবার (২৪ জুন) চুনারুঘাট এম.কে ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তারকে আটক করেন।
জানা যায়, আটককৃত ব্যাক্তির নাম জাফরুল হাসান। তিনি ডাঃ মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চুনারুঘাটে ভূয়া চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযান পরিচালনাকারীদের সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।