হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সভাপতি পদে মোশাররফ হোসেন আরিফ বাপ্পি ও সাধারণ সম্পাদক পদে ফয়জুর রহমান রবিন এবং চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সভাপতি পদে শাহজাহান সামী ও সাধারন সম্পাদক পদে মোঃ তোফায়েল আহমদ তালুকদার সায়েম নির্বাচিত হওয়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ মে) রবিবার বেলা ১২টায় চুনারুঘাট উপজেলা ছাত্রীলীগের উদ্যোগে এ বর্ণাট্য আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাহাজাহান সামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তালুকদার সায়েম এর পরিচালনায় বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, রাণীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোহিতুর রহমান রুমন ফরাজি, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক মর্তুজ সর্দার, সারোয়ার আলম অাজাদ, অাতাউর মিলন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল অারমান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।