হবিগঞ্জের সদরে সেচে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুখলেছ মিয়া (৩০) নামের এক যুবক মারা গেছে।
আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার শৈলজুড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহত মুখলেছ ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুখলেছ মিয়া মোটরচালিত পানির পাম্প দিয়ে কৃষকদের জমিতে সেচ দিয়ে আসছিলেন। দুপুরে মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ডা. মোল্লা আবিদুর রেজা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. হামিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।