জিজ্ঞাসা : অনেক সময় মসজিদে নামাজের জামাত শুরু হওয়ার পরও কিছু মানুষ সুন্নত নামাজ পড়তে থাকে। তখন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া ছাড়া সামনের কাতার পুরা করার অন্য কোনো উপায় থাকে না। সে সময় নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে কি?
আলী আহমাদ, ঢাকা
জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে হলেও কাতার পূর্ণ করতে হবে। এতে কোনো গুনাহ হবে না। তবে স্বাভাবিক অবস্থায় নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা অনেক বড় গুনাহ। তাই তা থেকে বিরত থাকা কর্তব্য। (মুজামে কাবির তাবারানি : ১১/১০৪, আদদুররুল মুখতার : ২/৪৮৩, ফাতাওয়া রহিমিয়া : ৫/১৪৫)