চুনারুঘাটে এফ.এন (ফাতেমা-নুর) ফাউন্ডেশন ইউ,কের আয়োজনে রহমানিয়া খান দরবার শরীফের ইছালে ছোয়বা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ মে) সোমবার বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলে।
মাহফিলে এফ.এন ফাউন্ডেশন ইউ,কের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্ততা হিসেবে আলোচনা করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী। সভায় সহ-সভাপতিত্ব করেন রহমানিয়া দরবার শরীফের হযরত মৌলভী এনামুল খাঁন আল ক্বাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ও বুড়িশ্বর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা ক¦ারী আব্দুর রশীদ।
ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়াম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু, প্রিন্সিপাল এম মুখলিছুর রহমান, আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, ইউপি সদস্য সাংবাদিক এসএম সুলতান খান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংবাদিক এসআর রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী সাজিদুল ইসলাম সহ অনেকেই।
এতে ওয়াজ করেন হবিগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, নোয়াপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম মোজাদ্দেদী, খান্দুরা দরবার শরীফের শায়ের হাফেজ মোঃ খোরশেদ আলম, কেউন্দা বড় মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী শাহ লুৎফুর রহমান নেছারী সহ অনেক ওলামায়েকেরাগন ওয়াজ করেন।