অভিন্ন মানদন্ডের আলোকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন হবিগঞ্জ সদর কোর্টের ইন্সপেক্টর শেখ নাজমুল হক।
গত (২২ এপ্রিল) মঙ্গলবার সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাঁকে সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জের পুলিশ সুপার এমএন সাজেদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ, শেখ নাজমুল হক গত ১৫ অক্টোবর হবিগঞ্জ সদর কোর্টে যোগদান করার পর থেকেই পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন।
নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামত আদালত কর্তৃক ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার শুনানীতে অংশগ্রহণ, রিমান্ড মঞ্জুরের ইতিবাচক ভূমিকাসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তাছাড়া বিজ্ঞ পিপি, এপিপিগণের সাথে সুসম্পর্ক স্থাপন করে বিচার ব্যবস্থা তরান্বিত করেছেন। নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার সিডি সংগ্রহ, আদালতের রায় রেজিস্ট্রারে লিপিবদ্ধকরণের বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন।
এর আগে তিনি আজমিরীগঞ্জ ও চুনারুঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে অপরাধীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেন।