চুনারুঘাটে ব্যবসায়ী জসিম উদ্দিন ও তার পরিবারের উপর হামলা, মারপিট ও চাঁদা দাবীর মামলা করায় বাদী ও স্বাক্ষীর প্রায় ৭০ টি বিভিন্ন জাতের ফলমলে গাছ কর্তন ও হুমকি ধামকি দিয়েছে আসামী পক্ষের লোকজন।
গত রবিবার রাতে উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, আইতন গ্রামের মামলার বাদী জসিম উদ্দিনের প্রায় ৩/৪ দাগে কয়েকটি গাছের বাগান রয়েছে। মামলার বাদী জসিম ও আসামীগন নিকট আত্মীয় ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাঁদের সাথে জায়গার সীম সীমানা নিয়া দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে । সেই আক্রোশে আসামীগন মামলার বাদী ও পরিবারের সদস্যদের জানে মালে ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঘটনা জের ওই বাগানটি মূলত মামলার আসামীর বাড়ির কাছে হওয়ার বিভিন্ন সময় তারা চাঁদা দাবী করে আসছিল ।
এর জের ধরে গত ৩ মার্চ দুপুরের মামলার বাদী জসিম উদ্দিন ও তার পরিবারের উপ একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় জসিম উদ্দিন, তার স্ত্রী নাজমা আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারী হল একই গ্রামে মোঃ আব্দুল আওয়াল জালালের ছেলে রাজিব, রাকিব, মেয়ে ঝরনা আক্তার এবং তা স্ত্রী মোছাঃ জেবুন্নেছা সহ একদল দুর্বৃত্ত। এ ঘটনার জেরে ভোক্তভোগী জসিম উদ্দিন আদালতে
একটি মামলা দায়ের করেন। মামলা নং সি. আর ১৮০/২০২৫ চুনাঃ। ওই মামলাটি বিজ্ঞ আদালত চুনারুঘাট থানা পুলিশ কে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। মামলা করার পর থেকে আসামীগন বিভিন্ন সময় হুমকি ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দিয়ে আসছে বাদী । প্রাণ ভয়ে মামলার বাদী আদালতে আরেক টি সাত ধারা মামলা দায়ের করেন। সাত ধারা মামলা নং ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ (সি) ধারা।
মামলার তদন্তকারী এসআই দেলোয়ার হোসেন আদালতের নির্দেশে গত ১৬ মার্চ রবিবার বিকাল ৪টায় ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসেন। আসার পর ওই দিন রাতে মামলার বাদী ও স্বাক্ষীগনের প্রায় ৭০ টি ফলের গাছ কর্তন করে। বর্তমানে মামলার বাদী ও স্বাক্ষীগণ আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা জানান আসামিরা কোন ধরেন বিচার শালিস মানে না। তারা মূল দাঙ্গাবাজ প্রকৃতির লোক।
এ বিষয়ে ভুক্তভোগী মামলার বাদী জসিম উদ্দিন জানান, আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। বর্তমানে মামলা করেও আমি প্রাণ ভয়ে রয়েছে।
আদালতে মামলার করায় আসামীগণ আরো মারমুখী অবস্থানে রয়েছে। বিভিন্ন লোক সমাজে বলে বেরায় আমি ও আমার পরিবারের কোন অস্তিত্ব রাখবে না। আমি পুলিশ ও প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রার্থী।