বাহুবলে রশিদপুর গ্যাসফিল্ডের কাছে গাছ ফেলে এক ঘন্টারো বেশি সময় ডাকাতি সংঘটিত হয়।প রে পুলিশে উপস্থিতিতে পরিস্থিতে নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত ১০ ঘটিকার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান এবং আমতলী চা বাগানের মধ্যবর্তী স্থান রশিদপুর গ্যাসফিল্ডের কাছে একদল স্বসস্ত্র ডাকাত বড় বড় গাছে কেটে রাস্তায় ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে।
ডাকাতির প্রায় এক ঘন্টা পর খবর পেয়ে বাহুবল মডেল থানা, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় জনগন ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়।
এতে ঢাকা- মৌলভীবাজার মহাসড়কে লম্বা যানযটের সৃষ্টি হয়, স্থানীয় জনতা ও প্রশাসনের সহায়তায় দীর্ঘ সময় পর যানযট নিরসন হয়।
এই ঘটনায় জনমনে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে, জানা যায় এই রোডে প্রায়ই ডাকাতরা গাছ ফেলে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে।
ডাকাতের কবলে পড়া যাত্রীরা এবং স্থানীয়রা বলেন এই রোডটি ডাকাতদের অভয়রান্য হয়ে উটেছে। তারা কিছুদিন পর পরই এখানে ডাকাতি সংগঠিত করে।
যদি প্রশাসন জোরদার নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং এই রোডটি জনগনের ব্যবহার অযোগ্য হয়ে উটতে পারে।