হবিগঞ্জ ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন Logo চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন Logo প্রাথমিকের স্কুলে পবিত্র আল-কোরআনের ভাস্কর্য Logo সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মুরাদ তালুকদার প্রার্থী হিসেবে আলোচনায় Logo আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা Logo চুনারুঘাটে বিএনপির দুই প্রয়াত নেতা রাজন ও জলিলের করব জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম Logo মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি’র পতাকা তলে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল Logo সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হলেন হবিগঞ্জের শেখ নাজমুল হক Logo চুনারুঘাটে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন Logo সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক
ফারিয়ার ও ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির নিন্দা ও ঔষধ বিক্রি বন্ধ

চুনারুঘাটে ঔষধ বিক্রির পাওয়ানা টাকা চাওয়ায় পিতা-পুত্র মিলে রিপ্রেজেন্টেটিভ নাছির কে মারধর

চুনারুঘাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস রিপ্রেজেন্টেটিভ আবু সালেহ মোঃ নাসিরের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ী পিতা-পুত্রের বিরুদ্ধে।

গত বুধবার দুপুর ১টায় পৌর শহরের মধ্যবাজার আরাফ ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়, ঘটনার দিন গত বুধবার পৌর শহরের মধ্য বাজারে আরাফ ফার্মেসিতে কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস রিপ্রেজেন্টেটিভ এর চুনারুঘাটের প্রতিনিধি আবু সালেহ মোঃ নাসির তার কোম্পানির বকেয়া টাকা সংগ্রহ করতে যান।

তিনি ফার্মেসির মালিক আব্দুর রউফের কাছে অনেক অনুনয় বিনয় করে পূর্বের তারিখ অনুযায়ী তার ঔষধের বকেয়া টাকা চান। এসময় তিনি বলে বর্তমান মাস শেষ আজ আমার ক্লোজিং, তাই টাকাটা খু দরকার।

টাকা চাওয়ার ফার্মেসীর মালিক আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে প্রথমে রাতে দিবেন বলে জানান। পুনারায় চাইলে তিনি টাকা দিতে পারবেন না বলেন অস্বীকার করে বলেন যা পাড়ছ গিয়ে কর এবং নাসিরকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর এক পর্যায়ে আব্দুর রউফ ও তার ছেলে শুভ নাসিরকে বেধরক মারপিট করে।

পরে স্থানীয়রা নাসিরের উপর হামলা ও মারপিটের বিষয়টি শুনে এগিয়ে এসে পিতা-পুত্রের হাত থেকে তাকে উদ্ধার করেন। মারপিটের বিষয়টি পরে স্থানীয়রা মিমাংশার জন্য দুইপক্ষকে বলেন। কিন্তু আব্দুর রউফ বিচার শালিসে বসতে নারাজ। বিষয়টি নিয়ে গত শনিবার বসার কথা থাকলেও তা তিনি মেনে নেন নি।

স্থানীয়রা জানান ফার্মেসির মালিক দোকান দেয়ার ১ বছরের মাথায় গাহক সহ ৮/১০ জনের একাধিক মানুষের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।

এ বিষয়টি ঔষধ কোম্পানীর সংগঠন ফারিয়া ও ড্রাগ এন্ড কেমিস্টর নেতৃবৃন্দরা নাসিররের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও উক্ত আরাফ ফার্মেসিতে সকল প্রকাশ ঔষুধ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন।

আহত কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস রিপ্রেজেন্টেটিভ আবু সালেহ মোঃ নাসির বলেন-ঘটনার দিন আমার ঔষুধ বিক্রির পাওনা টাকা পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী তার কাছে যাই। তখন গিয়ে বলি ভাই আজ তো ৫ তারিখ কোম্পানীর ক্লোজিং, খুব বেশি দরকার আপনিও তো এক সময় কোম্পানীতে চাকুরী করেছেন।

এসময় নাসির অনেক অনুনয় বিনয় করে টাকা চান। কিন্তু তিনি টাকা তো দেন নাই উল্টো আব্দুর রউফের ছেলে শুভ দোকান থেকে বের হয়ে আমাকে কে মারধর করে। এসময় আব্দুর রউফ আমাকে মারপিট করে। পরে স্থানীয়রা আমাকে এসে তাদের হাত থেকে রক্ষা করেন। আমি একজন নিরীহ মানুষ হিসেবে প্রশাসনের নিকট জুলুমবাজ পিতা-পুত্রের বিচার চাই।

এ বিষয়ে আরাফ ফার্মেসির মালিক আব্দুর রউফ কে মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন

ফারিয়ার ও ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির নিন্দা ও ঔষধ বিক্রি বন্ধ

চুনারুঘাটে ঔষধ বিক্রির পাওয়ানা টাকা চাওয়ায় পিতা-পুত্র মিলে রিপ্রেজেন্টেটিভ নাছির কে মারধর

আপডেট সময় ০১:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

চুনারুঘাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস রিপ্রেজেন্টেটিভ আবু সালেহ মোঃ নাসিরের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ী পিতা-পুত্রের বিরুদ্ধে।

গত বুধবার দুপুর ১টায় পৌর শহরের মধ্যবাজার আরাফ ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়, ঘটনার দিন গত বুধবার পৌর শহরের মধ্য বাজারে আরাফ ফার্মেসিতে কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস রিপ্রেজেন্টেটিভ এর চুনারুঘাটের প্রতিনিধি আবু সালেহ মোঃ নাসির তার কোম্পানির বকেয়া টাকা সংগ্রহ করতে যান।

তিনি ফার্মেসির মালিক আব্দুর রউফের কাছে অনেক অনুনয় বিনয় করে পূর্বের তারিখ অনুযায়ী তার ঔষধের বকেয়া টাকা চান। এসময় তিনি বলে বর্তমান মাস শেষ আজ আমার ক্লোজিং, তাই টাকাটা খু দরকার।

টাকা চাওয়ার ফার্মেসীর মালিক আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে প্রথমে রাতে দিবেন বলে জানান। পুনারায় চাইলে তিনি টাকা দিতে পারবেন না বলেন অস্বীকার করে বলেন যা পাড়ছ গিয়ে কর এবং নাসিরকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর এক পর্যায়ে আব্দুর রউফ ও তার ছেলে শুভ নাসিরকে বেধরক মারপিট করে।

পরে স্থানীয়রা নাসিরের উপর হামলা ও মারপিটের বিষয়টি শুনে এগিয়ে এসে পিতা-পুত্রের হাত থেকে তাকে উদ্ধার করেন। মারপিটের বিষয়টি পরে স্থানীয়রা মিমাংশার জন্য দুইপক্ষকে বলেন। কিন্তু আব্দুর রউফ বিচার শালিসে বসতে নারাজ। বিষয়টি নিয়ে গত শনিবার বসার কথা থাকলেও তা তিনি মেনে নেন নি।

স্থানীয়রা জানান ফার্মেসির মালিক দোকান দেয়ার ১ বছরের মাথায় গাহক সহ ৮/১০ জনের একাধিক মানুষের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।

এ বিষয়টি ঔষধ কোম্পানীর সংগঠন ফারিয়া ও ড্রাগ এন্ড কেমিস্টর নেতৃবৃন্দরা নাসিররের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও উক্ত আরাফ ফার্মেসিতে সকল প্রকাশ ঔষুধ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন।

আহত কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস রিপ্রেজেন্টেটিভ আবু সালেহ মোঃ নাসির বলেন-ঘটনার দিন আমার ঔষুধ বিক্রির পাওনা টাকা পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী তার কাছে যাই। তখন গিয়ে বলি ভাই আজ তো ৫ তারিখ কোম্পানীর ক্লোজিং, খুব বেশি দরকার আপনিও তো এক সময় কোম্পানীতে চাকুরী করেছেন।

এসময় নাসির অনেক অনুনয় বিনয় করে টাকা চান। কিন্তু তিনি টাকা তো দেন নাই উল্টো আব্দুর রউফের ছেলে শুভ দোকান থেকে বের হয়ে আমাকে কে মারধর করে। এসময় আব্দুর রউফ আমাকে মারপিট করে। পরে স্থানীয়রা আমাকে এসে তাদের হাত থেকে রক্ষা করেন। আমি একজন নিরীহ মানুষ হিসেবে প্রশাসনের নিকট জুলুমবাজ পিতা-পুত্রের বিচার চাই।

এ বিষয়ে আরাফ ফার্মেসির মালিক আব্দুর রউফ কে মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।