হবিগঞ্জ ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ন্যাশনাল ট্রাভেলস্ ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে পবিত্র হজ্ব সেমিনার Logo চুনারুঘাটে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ও হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন Logo মাধবপুরে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা Logo মাওলানা রইসের হত্যাকারীদের শাস্তির দাবিতে চুনারুঘাটে ছাত্রসেনার প্রতিবাদ সভা ও ভিক্ষোভ মিছিল Logo মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিক চেয়ারম্যান গ্রেপ্তার Logo চুনারুঘাট প্রেসক্লাবে লন্ডন ক্যামডেনের মেয়র সমতা খাতুনকে সংবর্ধনা Logo চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থী ও লন্ডনের মেয়র সমতা খাতুনকে নাগরিক সংবর্ধনা Logo চুনারুঘাটে বিচার শালিসে প্রতিপক্ষের হামলায় বিচারকসহ আহত ৫ Logo লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস”-এ বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ Logo চুনারুঘাটের আমকান্দি গ্রামে সরকারি রাস্তা দখলের অভিযোগ

চুনারুঘাটে রবি ফসল বারি সরিষার হলুদ বিপ্লব

হবিগঞ্জের চুনারুঘাটে এবার বারি সরিষার উন্নত ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

এ বছর চুনারুঘাটে বারি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর। আবাদ হয়েছে ৫২৫ হেক্টর। যা লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে বেশী চাষাবাদ হয়েছে। চুনারুঘাটে গ্রাম পল্লীর দিকে নজর পড়লেই দেখা যায় হলুদের সমারোহ। ছবি প্রেমিরা বিকেল বেলায় ছবি তুলতে যান পার্শবর্তী দৃষ্টি নন্দন হলুদ সমারোহে। মনে হয় যেন এটা একটা হলুদ বিপ্লবের মৌসুম।

সয়াবিন নামের ক্ষতিকারক তেল মানুষের কিডনি,হার্ট, কলোস্টোল, গ্যাস্টোলিভার কে মারাত্মক ঝুকির দিকে ধাবিয়ে দিচ্ছে। ফলে মানুষ উল্লেখিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আগের দিনের মানুষ সরিষার তেল ব্যবহার করতো বলেই রোগ বালাই কম ছিল বলে অনেকের ধারনা। গ্রাম এলাকার এক গৃহিণী তাসনিম আজাদ বলেন আমি সরিষার তেল ব্যবহার করি।

সরিষার তেল সয়াবিন থেকে কম লাগে এবং রোগ বালাই ও কম হয়। এ বছর চুনারুঘাটে সরিষার উন্নত ফলনে মানুষের ভোজ্যতেলের চাহিহা অনেকটা লাঘব হবে বলে বিজ্ঞ জনের ধারনা। এ বছর রবি মৌসুমে বৃষ্টি না হলে ও গতকাল এ রিপোর্ট লিখার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। যা এই ফলনের জন্য খুবই প্রয়োজন ছিল। চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম জানান রবি মৌসুমের সব চেয়ে কম খরচের ফসল হলো বারি সরিষা। রোগ বালাই ও কম অন্য ফসলের তুলনায়। যাব পোকার কিছুটা আক্রমণ থাকলে ও ইমিটাস কীটনাশক সেবনের মাধ্যমে তা নিধন করা হয়েছে।

মাহিদুল ইসলাম জানান গত বছরের ন্যায় একর প্রতি ১৪.৬৮ মন উৎপাদন হলে এ বছর মোট ৭৬০ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফসল ঘরে তুলার বাকী সময়টুকু প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানান কৃষক জাবেদ মিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে ন্যাশনাল ট্রাভেলস্ ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে পবিত্র হজ্ব সেমিনার

চুনারুঘাটে রবি ফসল বারি সরিষার হলুদ বিপ্লব

আপডেট সময় ০৯:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে এবার বারি সরিষার উন্নত ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

এ বছর চুনারুঘাটে বারি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর। আবাদ হয়েছে ৫২৫ হেক্টর। যা লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে বেশী চাষাবাদ হয়েছে। চুনারুঘাটে গ্রাম পল্লীর দিকে নজর পড়লেই দেখা যায় হলুদের সমারোহ। ছবি প্রেমিরা বিকেল বেলায় ছবি তুলতে যান পার্শবর্তী দৃষ্টি নন্দন হলুদ সমারোহে। মনে হয় যেন এটা একটা হলুদ বিপ্লবের মৌসুম।

সয়াবিন নামের ক্ষতিকারক তেল মানুষের কিডনি,হার্ট, কলোস্টোল, গ্যাস্টোলিভার কে মারাত্মক ঝুকির দিকে ধাবিয়ে দিচ্ছে। ফলে মানুষ উল্লেখিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আগের দিনের মানুষ সরিষার তেল ব্যবহার করতো বলেই রোগ বালাই কম ছিল বলে অনেকের ধারনা। গ্রাম এলাকার এক গৃহিণী তাসনিম আজাদ বলেন আমি সরিষার তেল ব্যবহার করি।

সরিষার তেল সয়াবিন থেকে কম লাগে এবং রোগ বালাই ও কম হয়। এ বছর চুনারুঘাটে সরিষার উন্নত ফলনে মানুষের ভোজ্যতেলের চাহিহা অনেকটা লাঘব হবে বলে বিজ্ঞ জনের ধারনা। এ বছর রবি মৌসুমে বৃষ্টি না হলে ও গতকাল এ রিপোর্ট লিখার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। যা এই ফলনের জন্য খুবই প্রয়োজন ছিল। চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম জানান রবি মৌসুমের সব চেয়ে কম খরচের ফসল হলো বারি সরিষা। রোগ বালাই ও কম অন্য ফসলের তুলনায়। যাব পোকার কিছুটা আক্রমণ থাকলে ও ইমিটাস কীটনাশক সেবনের মাধ্যমে তা নিধন করা হয়েছে।

মাহিদুল ইসলাম জানান গত বছরের ন্যায় একর প্রতি ১৪.৬৮ মন উৎপাদন হলে এ বছর মোট ৭৬০ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফসল ঘরে তুলার বাকী সময়টুকু প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানান কৃষক জাবেদ মিয়া।