হবিগঞ্জ ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস Logo ভূমি প্রশাসন সহকারী সমিতির জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান Logo চুনারুঘাট প্রাণী সেবা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আত্মপ্রকাশ Logo চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৪ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ Logo তৌহিদীর জনতার নামে তাবলীগের মুসল্লীদের ‘কাফের’ ঘোষণা দিয়ে মসজিদে হামলা Logo চুনারুঘাটে চাঁদাবাজী ও মারপিটের মামলা করায় বাদী ও স্বাক্ষীর ৭০টি ফলজাত গাছ কর্তন  Logo হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় উদ্যোগে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ Logo মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে পিটিয়ে আহত Logo বাহুবলে রশিদপুর গ্যাসফিল্ডে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতি

চুনারুঘাটে রবি ফসল বারি সরিষার হলুদ বিপ্লব

হবিগঞ্জের চুনারুঘাটে এবার বারি সরিষার উন্নত ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

এ বছর চুনারুঘাটে বারি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর। আবাদ হয়েছে ৫২৫ হেক্টর। যা লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে বেশী চাষাবাদ হয়েছে। চুনারুঘাটে গ্রাম পল্লীর দিকে নজর পড়লেই দেখা যায় হলুদের সমারোহ। ছবি প্রেমিরা বিকেল বেলায় ছবি তুলতে যান পার্শবর্তী দৃষ্টি নন্দন হলুদ সমারোহে। মনে হয় যেন এটা একটা হলুদ বিপ্লবের মৌসুম।

সয়াবিন নামের ক্ষতিকারক তেল মানুষের কিডনি,হার্ট, কলোস্টোল, গ্যাস্টোলিভার কে মারাত্মক ঝুকির দিকে ধাবিয়ে দিচ্ছে। ফলে মানুষ উল্লেখিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আগের দিনের মানুষ সরিষার তেল ব্যবহার করতো বলেই রোগ বালাই কম ছিল বলে অনেকের ধারনা। গ্রাম এলাকার এক গৃহিণী তাসনিম আজাদ বলেন আমি সরিষার তেল ব্যবহার করি।

সরিষার তেল সয়াবিন থেকে কম লাগে এবং রোগ বালাই ও কম হয়। এ বছর চুনারুঘাটে সরিষার উন্নত ফলনে মানুষের ভোজ্যতেলের চাহিহা অনেকটা লাঘব হবে বলে বিজ্ঞ জনের ধারনা। এ বছর রবি মৌসুমে বৃষ্টি না হলে ও গতকাল এ রিপোর্ট লিখার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। যা এই ফলনের জন্য খুবই প্রয়োজন ছিল। চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম জানান রবি মৌসুমের সব চেয়ে কম খরচের ফসল হলো বারি সরিষা। রোগ বালাই ও কম অন্য ফসলের তুলনায়। যাব পোকার কিছুটা আক্রমণ থাকলে ও ইমিটাস কীটনাশক সেবনের মাধ্যমে তা নিধন করা হয়েছে।

মাহিদুল ইসলাম জানান গত বছরের ন্যায় একর প্রতি ১৪.৬৮ মন উৎপাদন হলে এ বছর মোট ৭৬০ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফসল ঘরে তুলার বাকী সময়টুকু প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানান কৃষক জাবেদ মিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস

চুনারুঘাটে রবি ফসল বারি সরিষার হলুদ বিপ্লব

আপডেট সময় ০৯:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে এবার বারি সরিষার উন্নত ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

এ বছর চুনারুঘাটে বারি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর। আবাদ হয়েছে ৫২৫ হেক্টর। যা লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে বেশী চাষাবাদ হয়েছে। চুনারুঘাটে গ্রাম পল্লীর দিকে নজর পড়লেই দেখা যায় হলুদের সমারোহ। ছবি প্রেমিরা বিকেল বেলায় ছবি তুলতে যান পার্শবর্তী দৃষ্টি নন্দন হলুদ সমারোহে। মনে হয় যেন এটা একটা হলুদ বিপ্লবের মৌসুম।

সয়াবিন নামের ক্ষতিকারক তেল মানুষের কিডনি,হার্ট, কলোস্টোল, গ্যাস্টোলিভার কে মারাত্মক ঝুকির দিকে ধাবিয়ে দিচ্ছে। ফলে মানুষ উল্লেখিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আগের দিনের মানুষ সরিষার তেল ব্যবহার করতো বলেই রোগ বালাই কম ছিল বলে অনেকের ধারনা। গ্রাম এলাকার এক গৃহিণী তাসনিম আজাদ বলেন আমি সরিষার তেল ব্যবহার করি।

সরিষার তেল সয়াবিন থেকে কম লাগে এবং রোগ বালাই ও কম হয়। এ বছর চুনারুঘাটে সরিষার উন্নত ফলনে মানুষের ভোজ্যতেলের চাহিহা অনেকটা লাঘব হবে বলে বিজ্ঞ জনের ধারনা। এ বছর রবি মৌসুমে বৃষ্টি না হলে ও গতকাল এ রিপোর্ট লিখার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। যা এই ফলনের জন্য খুবই প্রয়োজন ছিল। চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম জানান রবি মৌসুমের সব চেয়ে কম খরচের ফসল হলো বারি সরিষা। রোগ বালাই ও কম অন্য ফসলের তুলনায়। যাব পোকার কিছুটা আক্রমণ থাকলে ও ইমিটাস কীটনাশক সেবনের মাধ্যমে তা নিধন করা হয়েছে।

মাহিদুল ইসলাম জানান গত বছরের ন্যায় একর প্রতি ১৪.৬৮ মন উৎপাদন হলে এ বছর মোট ৭৬০ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফসল ঘরে তুলার বাকী সময়টুকু প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানান কৃষক জাবেদ মিয়া।