চুনারুঘাটের এ জেড টি মডেল একাডেমি হতে জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
এ জেড টি মডেল একাডেমি হতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এসেছে আনন্দের জোয়ার। প্রথমবার অংশগ্রহণ করেই প্রতিষ্ঠান ইতিহাসে অনন্য সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হলো জমজ দুই বোন তাসনিয়া আক্তার জেলি ও সাদিয়া আক্তার পলি জিপিএ-৫ পেয়ে নজির গড়েছে পিতা : আব্দুর রউফ ফরিদ, মাতা : সাহানা আক্তার গ্রামঃ তাউশী, ৭ নং উবাহাটা ইউনিয়ন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বলেন “তারা দু’জনই অত্যন্ত মেধাবী, নিয়মিত পড়ালেখা করে। ৫ম শ্রেণীতেও টেলেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণেই এই কৃতিত্ব প্রতিষ্ঠানের জন্য গর্বের।”
এছাড়াও মোট ৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ জন গোল্ডেন প্লাস অর্জন করেছে।
প্রধান শিক্ষক জোনাইদ আহমেদ বলেন “প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেই এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করবে। পরবর্তী বছরগুলোতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা কাজ করে যাবো।”
এ জেড টি মডেল একাডেমি পরিবার সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায় এবং সকলের কাছে এই মেধাবী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।