চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন চুনারুঘাট।
গতকাল ১লা ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ছড়ার তিনটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
অভিযানে ইছালিয়া ছড়ার ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১ টি মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আরো অন্তত ১০ টি মেশিন এবং আনুমানিক ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। সম্প্রতি চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু বেড়ে যাওয়ায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ফসলি জমি হারানোর আশঙ্কায় রয়েছেন অনেক কৃষক।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন জনস্বার্থে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।