হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার চুনারুঘাট কেন্দ্রের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুনারুঘাট প্রাঙ্গনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষা জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রীণ ফেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াসির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসিপি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল হক চৌধুরী, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া, বাহুবল দ্বীননাথ ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সালেহা আক্তার, চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা মানসী দেব রুপু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রুমন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজনীন আক্তার, মোঃ পাভেল, অধির চন্দ্র গোপ, মোঃ সবুজ মিয়া, সারোয়ার আলম আজাদসহ অনেকে। অনুষ্ঠানে ২৯টি ট্যালেন্টপুল ও ৩৭টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তির স্বীকৃতি সরূপ উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।