জাঁকজমকপূর্ণভাবে চুনারুঘাটের জনপ্রিয় সামাজিক সংগঠন শেকড় সামাজিক সংগঠনের ১৫তম মিলন মেলা সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা চন্ডিছড়া চা বাগানের বাংলোতে দিনব্যাপী চলে গুনীজনদের সম্মাননা প্রদান, খেলাধুলা, নাচগান, ভুরিভোজন, আকর্ষনীয় লটারীর মাধ্যমে মিলন মেরা সমাপ্ত হয়।
মিলন মেলায় গুনীজনদের মাঝে উপস্থিত ছিলেন-শেকড় সামাজিক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কামরুল হাসান তরফদার, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তার, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জমির আলী, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপ-পরিচালক (উপ সচিব) রিপন কবির লস্কর, এপিপি অ্যাডভোকেট মীর সিরাজ আলী, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, মিলন মেলায় আহবায়ক ড.সুভাষ চন্দ্র দেব, মেধাবৃত্তির আহবায়ক ড. মাহবুব রাব্বানী, ব্যারিস্টার হাবিবুল্লাহ মোঃ সুহেল মিয়া, চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, কথাসাহিত্যিক মাহবুবা আরা গীনি, বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানী, বিশিষ্ট সমাজসেবক গাজীউর রহমান লন্ডনী, এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন তালুকদার, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদে চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সহ অনেকই।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেকড় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি একে এম নুরুজ্জামান তরফদার স্বপনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুখলিছুর রহমান ও নির্বাহী সদস্য আবুল কাসেমের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন-সহ-সভাপতি মাসুক মিয়া, জুনাক আহেমদ, কামরুজ্জামান মাসুম, আজাদ তালুকদার, আব্দুল হাই সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গ, শেকড় সমাজিক সংগঠন অরাজনৈতিক একটি সংগঠন। যাহা ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর হতে উপজেলাসহ, দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের সামাজিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ, বৃক্ষরোপন কর্মসুচী, গৃহ নির্মাণ, বন্যার্তদের সহযোগীতা, ঈদ সামগ্রী বিতরণ, কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগীতা, মেধাবৃত্তি পরীক্ষাসহ নানাবিধ কর্মকান্ড পরিচালনা করা হয়।
২০১০ হতে ২০২৩ সাল পর্যন্ত ৯৪,২০ ৪২০/- (চুরানভাই লক্ষ বিশ হাজার চারশত বিশ টাকা) এবং ২০২৪ সালে ১৬,১৪,০০০/-(ষোল লক্ষ চৌদ্দ হাজার) টাকাসহ সর্বমোট ১১০ ৩৪,৪২০/- ২০/- (এক কোটি দশ লক্ষ চৌত্রিশ হাজার চারশত বিশ) টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। ২০২৪ সালে বিভিন্ন ইউনিয়ন কমিটির সার্বিক সহযোগীতার মাধ্যমে ৫শ’ টি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের ব্যয় ১০,০০০/- (দশ হাজার টাকা)।
২০২৪ সালে শেকড় সামাজিক সংগঠনের উপদেষ্টা, আজীবন সদস্য এবং বিভিন্ন ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রায় মোট ১৬,১৪,০০০/- (ষোল লক্ষ চৌদ্দ হাজার টাকা) খরচ করা হয়। সকল উপদেষ্টা ও আজীবন সদস্যদের নিকট শেকড় কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২০২৪ এর সকল সদস্যগণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করে।