চুনারুঘাটে দৈনিক আমার দেশ পত্রিকা নব অভিযাত্রা উপলক্ষে আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৭টায় চুনারুঘাট প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় আমার দেশ পাঠক ফোরামের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ খাঁন মাস্টারের সভাপতিত্বে ও চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট মীর সিরাজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজাল আলী, সিনিয়র সাংবাদিক সাজিদুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এমএস সুলতান খান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, পৌর জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের কোষাধক্ষ ওয়াহিদুল ইসলাম জিতু, সদস্য নুর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, শেখ শাহজাহান মিয়া, মোহাম্মদ সুমন, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
উল্লেখ্য, প্রায় ১যুগ আগে আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে দৈনিক আমার দেশ পত্রিকা ছাপা বন্ধ হয়ে যায়। পত্রিকা বন্ধের পর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের উপর সারা দেশে বিভিন্ন আদালতে একের পর এক বহু মামলা হামলা হয়। ফাসিস্ট সরকারের পতনের পর গতকাল পত্রিকাটি আবার বাজারে আসে। পত্রিকার টি দীর্ঘদিন বন্ধের পর পূণরায় মাহমুদুর রহমানের সম্পাদনায় গতকাল নব অভিযাত্রায় শিরোনামে প্রকাশিত হয়।