সিলেটের স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডাঃ জান্নাতুল ফেরদৌস এবং কার্ডিয়াক এনাস্থেসিওলজিস্ট ডাঃ বাবর তালুকদারের বড় ছেলে আব্দুল্লাহ আহমদ জিয়াদ (১৬) দুই দিন যাবত নিখোঁজ রয়েছেন। তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করেও পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়াস্থ বাসভবন থেকে বেরিয়ে যায়। আজ পর্যন্ত বাসা ফিরেনি। এ্মর্মে সিলেট শাহপরান থানায় জিডি করা হয়েছে।
আব্দুল্লাহ আহমদ জিয়াদ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এর আপন ভাগিনা। কোন সহৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকলে জরুরী ভিত্তিতে নিচের নাম্বারে ফোন দেয়ার জন্য অনুরোধ করা হলো। ০১৭৬৯০০৫১২৭ (কর্নেল মিনহাজ।)