বাহুবলের মানিকা গ্রামে রাতের আধারে প্রবাসী আব্দুল হকের আম গাছ ও সুপারি গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮টি গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে প্রবাসী মোঃ আব্দুল হক দীর্ঘদিন আগে বাড়ির দক্ষিণ পাশে একটি নতুন বাড়ি করার জন্য কয়েক বিঘা জমিতে বাউন্ডারি দিয়ে আম গাছ সহ বিভিন্ন প্রজাতির ফসলি গাছ রোপণ করেন।
কয়েক বছরে গাছগুলো বড় হয়ে ফসল দেয়ার উপযোগী হয়ে উঠে। গত রবিবার দিবাগত রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় ১৮টি গাছ কেটে উজাড় করে দিয়েছে। ভুক্তভোগী আব্দুল হক সোমবার সকালে নতুন বাড়িতে গিয়ে তার অসংখ্য ফসলি গাছ কর্তনের দৃশ্য দেখতে পান।
আব্দুল হক মিয়া ঘটনাটি তাৎক্ষণিক সাতকাপন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ও স্থানীয় ময়মুরুব্বিদের জানালে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা সরেজমিনে ঘটনাস্থলে গেলে গাছ কর্তনের দৃশ্য গুলো দেখা যায়।
ভুক্তভোগী আব্দুল হক জানান,প্রতিবেশী মৃত আব্দুল মালিক ওরফে টেকাই মিয়ার ছেলে মোঃ আব্দুল আউয়াল, আফছর মিয়া ও আছকির মিয়ার সাথে পূর্ব বিরোধ রয়েছে।
তারা এলাকার চিহ্নিত মানুষ,ওরা আমার ও আমার পরিবারের ক্ষতি করার জন্য দীর্ঘদিন যাবত অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও জানান, আমার ধারণা ওরাই পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়ে আমার ব্যাপক ক্ষতিসাধন করেছে।