চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের কেন্দ্রীয় বড় জামে মসজিদের আয়োজনে বার্ষিক সুন্নী মহা সম্মেলল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ফাতেমা-নুর (এফএন) ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের উদ্যোগে আগত মুসুল্লীদের মাঝে ৭শ’ প্যাকেট তাবারক (সিন্নী) বিতরণ করা হয়েছে। এছাড়াও গিয়াস উদ্দিনের নিজ বাড়িতে মাহফিলে আগত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দের জন্য আপ্যায়নের সার্বিক ব্যবস্থা করেন। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আমরোডের বড় সাহেবজাদা মৌওঃ আঃ হালিম হারুণ ও সহ-সভাপতিত্ব করেন এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক কেউন্দা গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন কুমিল্লার লাকসামের জালালীয়া দরবার শরীফের আশিকে রাসুল আউলাদে ওলী হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী। প্রধান আকর্ষণ ছিলেন-হবিগঞ্জ দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আশিকে রাসুল হযরত মাওলানা ফরিদ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন-গনেশপুর উচ্চ বিদ্যালয়ের ইসলামী শিক্ষক হযরত মাওলানা ক্বারী লুৎফুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বয়ান পেশ করেন-গনেশপুর উচ্চ বিদ্যালয়ের ইসলামী শিক্ষক হযরহ মাওলানা মীর মোঃ সামছুর রহমান, ফকিরাবাদ হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওঃ হাঃ আব্দুস সামাদ, নুরমোহাম্মদপুর দরবার শরীফের শিক্ষক হযরত মাওঃ আব্দুস ছালাম, মাওলানা এখলাছুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজের ইসলামীয়ার সেক্রেটারী হাফেজ ক্বারী হাফিজুর রহমান ফারুকী। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-নাছিরনগর উপজেলার হযরত মাওলানা শাহ সফি আব্দুর রশিদ, নোয়াপাড়া ইটাখলা রহমানিয়া খাঁন দরবার শরীফের পীরজাদা মোঃ এনামুল হক খাঁন, কেউন্দা ৩নং ওয়ার্ডের মেম্বার মীর মোঃ ছানু মিয়া, মাওলানা আব্দুস ছালাম। মাহফিল পরিচালনা করেন কেউন্দা গ্রামের কেন্দ্রীয় বড় জামে মসজিদের হাফেজ মোঃ শিহাব উদ্দিন ও হাফেজ শাহ জুনাইদ।