চুনারুঘাটে ২য় শ্রেণির শিক্ষার্থী নয়ন (৭) বছর ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। শিশুরটি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাসী ইউনিয়নের সোনাতুলা গ্রামের সুহেল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৭ জানুয়ারি সোমবার বিকাল ৫টায় সময় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যায় নয়ন। তার সাথে ১৬ বছরের একটি কিশোর ছিল।
ওই দিন রাতে ওয়াজ মাহফিল থেকে শিশু নয়ন আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও কোথায় পাওয়া যায় নি।
এ ঘটনায় শিশুর মাতা জাসমিন আক্তার আসমা চুনারুঘাট থানায় একটি হারানো জিডি দায়ের করেছেন। যদি কোন ব্যক্তি শিশু নয়নের খোঁজ পেয়ে থাকেন, তাহলে পরিবারে মোবাইলে নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছেন। মোবাইল-০১৭০৪-১১০৯৫৪।
এস,আর রুবেল মিয়াঃ 










