মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে ভ্রমমাণ আদালতে ১ লাখ জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ও চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ভ্রমমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।