হবিগঞ্জ -৪(মাধবপুর -চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী,বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপিকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ মঙ্গলবার (২-জানুয়ারি)দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নিকটবর্তী কিবরিয়া স্কয়ার এলাকায় আয়োজিত এক পথসভায় এ আহ্বান জানান।
শেখ ফজলে শামস পরশ সেখানে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বাস্তবমুখী ও পরিপক্ব একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এখানে কোনো ভাঁওতাবাজি নাই, প্রতারণা নাই।’
এই ইশতেহার বাস্তবায়ন ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এডভোকেট মাহবুব আলীকে আবারও জয়ী করার আহ্বান জানিয়ে শেখ পরশ বলেন, ‘সততার মানদণ্ডে শেখ হাসিনার নৌকার কান্ডারি মাহবুব আলী ত্রি-সীমানায় কেউ নেই।’
এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নেতাকর্মী কমপক্ষে ২০জন করে ভোটার নিয়ে কেন্দ্রে যাবেন।
এডভোকেট মাহবুব আলী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদার মাধবপুর -চুনারুঘাটেও একই অবস্থা।