আসন্ন দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ করতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে সোমবার দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।
সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন প্রশাসনের দুই কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
দেবী চন্দকে প্রত্যাহারের পাশাপাশি উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা করতে বলা হয় চিঠিতে।