শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ মাধবপুর উপজেলা এর পরিচালনায় দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা পরীক্ষায় বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২জন শিক্ষার্থী অংশ নেয়।
সারা দেশের বিভিন্ন জেলায় অভিন্ন প্রশ্ন পত্রের আলোকে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্র প্রধান ছিলেন প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা মিয়া, কেন্দ্র সচিব ছিলেন ফুলকলি পৌর কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুল হক মির্জা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা পরিচালনা কমিটির নেতা জহির মিয়া,উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহিন মিয়া,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,সুপ্রিম কোর্টের আইনজীবী মুহিত মিয়া, সাংবাদিক শেখ শাহিন উদ্দিন,মাধবপুর শাখার বৃত্তি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।