মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে শিশু মেহেদী হাসানের চোখে গুরুতর জখম হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়াই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল রবিবার (২০ আগস্ট )হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: গোলাম মাওলা স্বাক্ষরিত এক অফিস আদেশে মাধবপুর উপজেলার উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা আক্তারকে সাময়িক বরখাস্ত ও প্রধান শিক্ষিকা সানজিদা পারভীনকে অন্য স্কুলে বদলী করা হয়েছে।
উল্লেখ্য- গত ১৬ই আগস্ট সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের সাথে দুষ্টামি করাতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা আক্তার বেত ছুড়ে মারলে উত্তর বানিয়াপাড়া গ্রামের মোঃ মোতালিব ওরফে কালন মিয়ার শিশু ছেলে মেহেদী হাসান (৪)এর ডান চোখে লেগে গুরুতর জখম হয়।
ঐদিন বিকালে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সকলেই অভিযুক্ত শিক্ষিকার শাস্তি দাবি করেন এবং এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়।
বর্তমানে শিশুটি ঢাকাস্থ আগারগাঁও শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছে।